Sambad Samakal

Metro: কালীপুজো ও দীপাবলিতে কতগুলো বাড়তি কোচ? রাতে কতক্ষণ চলবে মেট্রো পরিষেবা?

Oct 20, 2022 @ 4:55 pm
Metro: কালীপুজো ও দীপাবলিতে কতগুলো বাড়তি কোচ? রাতে কতক্ষণ চলবে মেট্রো পরিষেবা?

দুর্গাপুজোর মতোই এবার কালীপুজোতেও বাড়তি রেক চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার, কালীপুজোয় মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা। এছাড়া দীপাবলি উপলক্ষে কালীপুজোর পরদিন, মঙ্গলবারও চালানো হবে বেশ কিছু বাড়তি রেক। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “রাজ্যবাসীকে এটা মেট্রো রেলের দীপাবলির উপহার। এবারই প্রথম কালীপুজোর দিন গভীর রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

কলকাতা মেট্রো জানিয়েছে, কালীপুজোর দিন শেষ ট্রেনটি
রাত বারোটায় কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। মোট ১২টি বিশেষ ট্রেন চালানো হবে ওইদিন রাতে। সব মিলিয়ে কালীপুজোর দিন মাঝরাত পর্যন্ত চলবে মোট ২০০টি মেট্রো । এর মধ্যে আপ লাইনে ১০০টি এবং ডাউন লাইনে ১০০টি ট্রেন চলবে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কালীপুজোর দু’দিন দক্ষিণেশ্বর ও কালীঘাটে প্রচুর ভক্ত সমাগম হয়। সেকথা মাথায় রেখেই এই পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles