Sambad Samakal

Weather: নিম্নচাপ ধীরে ধীরে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, কোন কোন জেলায় জারি সতর্কতা?

Oct 22, 2022 @ 9:25 am
Weather: নিম্নচাপ ধীরে ধীরে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, কোন কোন জেলায় জারি সতর্কতা?

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। যদিও ল্যান্ডফল সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে এই গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। মৎসজীবীদের ওই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৬ শতাংশ।

Related Articles