Sambad Samakal

ISRO: নয়া মাইলস্টোন, একসঙ্গে মহাকাশে পাড়ি দিল ৩৬ স্যাটেলাইট

Oct 23, 2022 @ 1:08 pm
ISRO: নয়া মাইলস্টোন, একসঙ্গে মহাকাশে পাড়ি দিল ৩৬ স্যাটেলাইট

দীপাবলির আগেই মহাকাশ গবেষণায় নয়া মাইলস্টোন তৈরি করল ভারত। একসঙ্গে ৩৬টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর সবথেকে ভারী রকেট। ইতিমধ্যেই নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইটগুলি প্রতিস্থাপন করার কাজও সম্পন্ন হয়েছে বলে খবর।

উৎক্ষেপিত হওয়া স্যাটেলাইটগুলির মোট ওজন প্রায় ৬ হাজার টন। শনিবার মধ্যরাতে আলোর রোশনাই ছড়িয়ে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় ইসরোর রকেট। থার্ড জেনরেশনের এই রকেট জিএসএলভি এলভিএম ৩-এর পেলোড ক্ষমতা ছিল প্রায় দশ টন। এটিই এলভিএম ৩-এর প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ।

Related Articles