Sambad Samakal

Pinaki Chaudhuri: প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী

Oct 24, 2022 @ 3:26 pm
Pinaki Chaudhuri: প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী

দীপাবলির দিনেই শোকের খবর। সোমবার সকালে প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী। ৮২ বছরের বর্ষীয়ান পরিচালককে রবিবার রাতেই বাড়িতে আনা হয়। সেখানেই এদিন সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৮৩ সালে প্রকাশিত সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজা অভিনীত ‘চেনা অচেনা’ ছবির পরিচালনা ছিলেন পিনাকী চৌধুরী। ১৯৯৫ সালে তাঁর পরিচালনাতেই মুক্তি পেয়েছিল ‘কাকাবাবু হেরে গেলেন?’ সিনেমা। নয়ের দশকে মুক্তি পাওয়া ‘সংঘাত’ সিনেমার ও ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘বালিগঞ্জ কোর্ট’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন পরিচালক পীনাকি চৌধুরী।

Related Articles