চিটফান্ড মামলায় পের তৎপর সিবিআই। এবার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি ‘ঘনিষ্ঠ’ এক ব্যবসায়ীকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতারণা-মামলায় মঙ্গলবার থেকে সিজিও কমপ্লেক্সে ডেকে দুর্গাপুরের বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় সিং-কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
প্রায় ১০ ঘণ্টা জেরার পরে একাধিক অসঙ্গতি মেলায় রাতেই গ্রেফতার করা হয় রাজু সাহানির ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীকে। এই নিয়ে সানমার্গ চিটফান্ড মামলায় তৃণমূল পুরপ্রধান রাজু সাহানি সহ মোট তিন জনকে গ্রেফতার করল সিবিআই।