Sambad Samakal

Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

Oct 27, 2022 @ 10:02 am
Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

মেষ: গঠনমূলক কাজে নতুন সুযোগ আসতে পারে। নতুন বন্ধুর কারণে আনন্দ লাভ।

বৃষ: চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। অযথা ব্যয় বাড়তে পারে।

মিথুন: কাজের প্রতি উৎসাহ বাড়বে। খরচ বাড়তে পারে।

কর্কট: সারা দিন প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ লাভ। পেটের সমস্যা।

সিংহ: খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তনের যোগ।

কন্যা: প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না।

তুলা: স্ত্রীর কাজের জন্য শান্তি পেতে পারেন। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে।

বৃশ্চিক: বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে।

ধনু: বাড়িতে প্রতিবেশী আসার যোগ। কোনও আত্মীয়ের সঙ্গে ব্যবসা নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে।

মকর: বন্ধুর জন্য বাড়িতে অশান্তি হতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন।

কুম্ভ: ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে। কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে।

মীন: শরীরের কষ্ট অবহেলা করবেন না। চিকিৎসার জন্য অর্থব্যয়।

Related Articles