Sambad Samakal

Mono Wheel: মোনোহুইল, এক চাকার এই অদ্ভুত যানের কাহিনী জানেন?

Oct 27, 2022 @ 10:46 am
Mono Wheel: মোনোহুইল, এক চাকার এই অদ্ভুত যানের কাহিনী জানেন?

ছ’ফুট উচ্চতার প্রকাণ্ড এক চাকা। তার মধ্যেই রয়েছে একটি বসার আসন। রয়েছ বৈদ্যুতিক মোটরও। বিশ শতকের প্রথম দিকে ইউরোপ ও আমেরিকায় আকাশ ছুঁয়েছিল এই আশ্চর্য এক চাকা বিশিষ্ট যানের চাহিদা। সেই সময়ে, ভবিষ্যতের গাড়ি হিসেবে ধরে নেওয়া হত মোনোহুইলকে।

১৮৬০-এর দশক থেকেই এই মোনোহুইল নিয়ে শুরু হয়েছিল চিন্তাভাবনা। ফরাসি উদ্ভাবক এরিক এডিসন এই মোনোহুইটি প্রথম উদ্ভাবন করেন। পরবর্তীকালে মোনোহুইলকে মোটরচালিত যানে পরিণত করেন এম গ্যাভেন্টোসা। তবে দুর্ঘটনাপ্রবণ হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায় মোনোহুইল।

Related Articles