শনিবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বেলার দিকে রোদের তেজ কিছুটা বাড়বে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে, রাজ্যের অধিকাংশ জেলাতেই ভোররাতের দিকে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। নভেম্বর মাসের শুরুর দিক থেকেই হালকা ঠান্ডার আমেজ উপভোগ করতে শুরু করবেন বঙ্গবাসী।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।