Sambad Samakal

Mamata: “যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও গণতন্ত্র রক্ষায় বিচারব্যবস্থা সক্রিয় হোক”, প্রধান বিচারপতির সামনে আর কী বললেন মমতা?

Oct 30, 2022 @ 2:27 pm
Mamata: “যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও গণতন্ত্র রক্ষায় বিচারব্যবস্থা সক্রিয় হোক”, প্রধান বিচারপতির সামনে আর কী বললেন মমতা?

ন্যাশানাল ইউনিভার্সিটি অফ জিউরিডিক্যাল সায়েন্সেস-এর ১৪ তম সমাবর্তন অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হ নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশান সেন্টারে। সেখানেই দেশের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির সামনে বিচারব্যবস্থার ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য ইউ ইউ ললিত, ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ অন্যান্যরা।

এদিনের অনুষ্ঠানে মমতা বলেন, “দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিচারব্যস্থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। কোনও মানুষকে যাতে বিচারের আগেই সমাজের সামনে হেনস্তা হতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। দেশের বিচারব্যবস্থর ওপর মানুষের এখনও অগাধ আস্থা রয়েছে। বিচারালয় আমাদের কাছে মন্দির-মসজিদ-গির্জার মতো।”

এরসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আমাদের সম্মানহানী করা হচ্ছে। এরকম চলতে থাকলে দেশে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে। বিচারব্যবস্থাই একমাত্র মানুষকে বাঁচাতে পারে। বিচারব্যবস্থা মানুষের কান্না শুনুক।” এই মঞ্চ থেকেই মিডিয়া ট্রায়াল নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। প্রকৃত বিচারের আগেই কোনও ব্যক্তিকে অপরাধী চিহ্নিত করে দেওয়ার প্রবণতা বিপজ্জনক বলেও মতপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী।

Related Articles