Sambad Samakal

Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোর দশমীতে ভক্তদের ঢল বেলুড় মঠে

Nov 3, 2022 @ 10:54 am
Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোর দশমীতে ভক্তদের ঢল বেলুড় মঠে

বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর দশমী তিথি। যথাযত রীতি মেনে এদিন সকালে বেলুড় মঠের সারদা পীঠে শুরু হয় দশমীর পুজো। এরপরের হবে দর্পণে বিসর্জন। সন্ধেয় মায়ের ঘাটে হবে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন। ঐতিহ্য মেনে বেলুড়ের সারদা পীঠে সপ্তমী, অষ্টমী ও নবমী, এই তিন তিথির পুজো হয়। আর এই পুজো দেখতে প্রতিবারের মতো এবছরও বেলুড় মঠে কার্যত ভক্তদের ঢল নেমেছে।

বেলুড় মঠে জগদ্ধাত্রী পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সারাদিন ধরে চলে পুজো। ১৯৪১ সালে প্রথম বেলুড়ের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল।

Related Articles