বাংলার বর্তমান ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশণের বাড়ির অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ে লা গণেশণের দাদার ৮০ বছরের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে পৌঁছন মমতা। তামিল রীতি মেনে ঢাক বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। আর তখনই এগিয়ে গিয়ে ঢাকের কাঠি নিজের হাতে তুলে নেন বাংলার মুখ্যমন্ত্রী। শিল্পীদের সঙ্গে বেশ কিছুক্ষণ ঢাকের বোলে তাল তোলেন মমতা।
এরপরে মূল অনুষ্ঠানস্থলে প্রবেশ করে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সহ সে রাজ্যর গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা হয় তাঁর। সুপারস্টার রজনীকান্তের সঙ্গেও দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেশ কিছুক্ষণ একান্তে কথাও বলেন মমতা-রজনীকান্ত।