Sambad Samakal

Dengue: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু খোদ কলকাতার নামী হাসপাতালের প্রশাসনিক কর্তার

Nov 4, 2022 @ 5:35 pm
Dengue: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু খোদ কলকাতার নামী হাসপাতালের প্রশাসনিক কর্তার

রাজ্যজুড়ে ক্রমাগত আতঙ্ক তৈরি করছে ডেঙ্গি সংক্রমণ। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতার প্রথম সারির হাসপাতালের প্রশাসনিক কর্তার। শুক্রবার বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরার মৃত্যু হল ডেঙ্গি সংক্রমণে।

হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরা। ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় গত ১ নভেম্বর তাঁকে বেলেঘাটা হাসপাতালেই ভরতি করা হয়। বৃহস্পতিবার থেকে অনির্বাণ হাজরার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিপজ্জনক ভাবে শরীরে প্লেটলেটের মাত্রা নেমে যায় ১৬ হাজারে। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ রয়েছে।

Related Articles