Sambad Samakal

Schools: দেশজুড়ে বেহাল শিক্ষা ব্যবস্থা! আশঙ্কাজনক ভাবে কমছে স্কুল ও শিক্ষকের সংখ্যা!

Nov 4, 2022 @ 12:03 pm
Schools: দেশজুড়ে বেহাল শিক্ষা ব্যবস্থা! আশঙ্কাজনক ভাবে কমছে স্কুল ও শিক্ষকের সংখ্যা!

দেশজুড়ে বেহাল শিক্ষা ব্যবস্থা! সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে আশঙ্কাজনক ছবি। দেখা যাচ্ছে, ২০২০-২১ অর্থবর্ষে ভারতে স্কুলের সংখ্যা ছিল ১৫.০৯ লক্ষ, আর ২০২১-২২ শিক্ষাবর্ষের শেষে স্কুলের সংখ্যা দাঁড়িয়েছে ১৪.৮৯ লক্ষে। এক বছরের মধ্যে কার্যত উঠে গিয়েছে ২০ হাজারেরও বেশি স্কুল।

এরসঙ্গেই দেখা যাচ্ছে, শেষ এক বছরে কমেছে স্কুলে শিক্ষকের সংখ্যাও। ২০২০-২১ সালে দেশের স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা ছিল ৯৭.৮৭ লক্ষ, আর ২০২১-২২ সালে শিক্ষকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৫.০৭ লক্ষে। অর্থাৎ একবছরে ১.৯৫ শতাংশ কমেছে শিক্ষকের সংখ্যা।

কেন্দ্রের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সারা দেশের ৪৪.৮৫ শতাংশ স্কুলে ন্যুনতম কম্পিউটার পরিষেবা রয়েছে। তার মধ্যে মাত্র ৩৪ শতাংশ স্কুলে ইন্টারনেট পরিষেবা রয়েছে। ফলে কোভিড কালে অনলাইনে পড়াশোনার কথা বলা হলেও, বাস্তব চিত্রটা উঠে এসেছে এই সমীক্ষায়। যদিও কেন্দ্রের দাবি দেশজুড়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলির মধ্যে অধিকাংশই বেসরকারি।

Related Articles