Sambad Samakal

Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে ফের উল্টে গেল বোট! অল্পের জন্য রক্ষা

Nov 5, 2022 @ 12:28 pm
Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে ফের উল্টে গেল বোট! অল্পের জন্য রক্ষা

ফের রবীন্দ্র সরোবরে উল্টে গেল রোয়িং বোট! ২২ মে’র দুর্ঘটনায় পরে লেকের জলে দীর্ঘদিন বন্ধ ছিল রোয়িং প্র্যাক্টিস। দিন কয়েক আগেই ফের শুরু হয়েছে রোয়িং। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ আচমকাই উল্টে যায় একটি রোয়িং বোট। কোনক্রমে সাঁতার কেটে জলে ভেসে ওঠেন ওই রোয়িং বোটে থাকা ব্যক্তি।

প্রায় সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে উদ্ধার করে পাড়ে থাকা রেসকিউ বোট। তবে ঠিক কী কারণে আচমকা ওই রোয়িং বোটটি উল্টে গেল তা জানা যায়নি। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন রবীন্দ্র সরোবরের পরিবেশবিদরা। তাদের অভিযোগ, ওই রোয়িং বোটগুলোর ফিটনেস সার্টিফিকেটই নেই। দুর্ঘটনা রুখতে অবিলম্বে লেকের জলে চলা সমস্ত রোয়িং বেটের ফিটনেস পরীক্ষা করানোরও দাবি তুলেছেন পরিবেশ-প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষও।

Related Articles