Sambad Samakal

Dengue: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি! মধ্যমগ্রামে মৃত্যু গৃহবধূর

Nov 6, 2022 @ 4:41 pm
Dengue: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি! মধ্যমগ্রামে মৃত্যু গৃহবধূর

রাজ্যজুড়ে ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি সংক্রমণ। শহর কলকাতার পরেই সবথেকে বেশি সংক্রমণ ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায়। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল মধ্যমগ্রামের বাসিন্দা এক গৃহবধূর। মৃতের নাম কাবেরী চক্রবর্তী।

পরিবার সূত্রে খবর, জ্বর নিয়ে বৃহস্পতিবার থেকে কলকাতার আরজি কর হাসপাতালে ভর্তি ছিলেন বছর চল্লিশের ওই গৃহবধূ। পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ার পরে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। চলতি মরসুমে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে মোট ৭৪ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। 

Related Articles