Sambad Samakal

Kolkata: বইয়ের নামেই রাস্তার নাম! শহর কলকাতার কোথায় রয়েছে জানেন?

Nov 6, 2022 @ 11:02 am
Kolkata: বইয়ের নামেই রাস্তার নাম! শহর কলকাতার কোথায় রয়েছে জানেন?

রবীন্দ্র সরোবর, শরৎস্মৃতি উদ্যান বা বঙ্কিম সরণি, খ্যাতনামা লেখকদের নামে শহর কলকাতায় অঞ্চলের সংখ্যা নেহাত কম নয়। যে শহরের বুকে রয়েছে ‘বইপাড়া’, সেখানে বইয়ের নামে রাস্তা হবেনা, তা কি হয়! বিশ্বকোষ লেন ও স্বর্ণলতা স্ট্রিট, এই দুই রাস্তার নামের পেছনেই রয়েছে দুটি পৃথক গ্রন্থ।

বাংলা ভাষার সংরক্ষণের জন্যেই পৃথক ভাবে বিশ্বকোষ রচনা করেছিলেন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নগেন্দ্রনাথ বসু। ১৯১৫ সালে কলকাতা পুরসভা কাঁটাপুকুর বাইলেনের নামকরণ করে ‘বিশ্বকোষ লেন’ হিসেবে। তবে এর প্রায় চার দশক আগেই হাজরা রোডের পার্শ্ববর্তী রাস্তাটির নামকরণ করা হয়েছিল স্বর্ণলতা স্ট্রিট হিসেবে। এটিই ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস।

Related Articles