Sambad Samakal

Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

Nov 7, 2022 @ 3:07 am
Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

মেষ: বিচক্ষণতায় সকলের মন জয়। পিতার সঙ্গে বিবাদ বাড়তে পারে।

বৃষ: সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তা। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে।

মিথুন: উচ্চতর বিদ্যায় বহু দূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন।

কর্কট: ঘরে-বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল। মায়ের শারীরিক অবস্থার অবনতি।

সিংহ: বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কর্মে উন্নতি। লটারি কাটবেন না।

কন্যা: কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি।

তুলা: চক্ষুপীড়া। কর্মক্ষেত্রে খুব সাবধানে চলুন।

বৃশ্চিক: ব্যবসায় বাড়তি লাভ ও সুযোগ। মিষ্টি ব্যবহারে শত্রুর মন জয়।

ধনু: বুদ্ধি স্থির রেখে কাজ করুন। সংযমী হওয়াপ্রয়োজন।

মকর: গরিব-দুঃখীকে কিছু দান করুন। অন্যের বুদ্ধিতে আজ অর্থক্ষতি হওয়ার যোগ।

কুম্ভ: অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন। বাড়িতে অনেক আত্মীয় নিয়ে কোলাহল।

মীন: যানবাহনে ওঠা-নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন।

Related Articles