Sambad Samakal

Howarh: কবে ভোট হাওড়া পুরনিগমের? কী সিদ্ধান্ত সর্বদলীয় বৈঠকে?

Nov 7, 2022 @ 4:59 pm
Howarh: কবে ভোট হাওড়া পুরনিগমের? কী সিদ্ধান্ত সর্বদলীয় বৈঠকে?

হাওড়া পুরনিগমের ভোট ভোট কবে হবে, সেই নিয়ে জল্পনা চলছেই। ইতিমধ্যেই তৈরি হয়েছে ওয়ার্ড বিন্যাসের খসড়া। আর সোমবার হাওড়ার জেলাশাসকের দফতরে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। হাওড়া পুরনিগমের নতুন ওয়ার্ড বিন্যাস নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। তবে ভোটের দিনক্ষণ নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই খবর।

প্রসঙ্গত, হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬টি ওয়ার্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এতেই আপত্তি জানিয়েছিল বিরোধী দলগুলি। কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন এক বিজেপি নেতা, যদিও তা গৃহীত হয়নি। এদিন সর্বদল বৈঠকেও সমস্ত বিরোধী দলগুলো ওয়ার্ড বিন্যাস নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। পাল্টা শাসক দল তৃণমূলের দাবি, বিরোধিরা অকারণেই সমস্ত বিষয়ে বাধা দিচ্ছে।

Related Articles