Sambad Samakal

Supreme Court: আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বৈধ, আর কী জানাল সুপ্রিমকোর্ট?

Nov 7, 2022 @ 2:29 pm
Supreme Court: আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বৈধ, আর কী জানাল সুপ্রিমকোর্ট?

আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের নীতি গ্রহণ করেছিল মোদি সরকার। আর সেই সরকারি নীতির বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছিল দেশের সর্বোচ্চ আদালতে। সোমবার সেই মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের নীতি বৈধ, এমনটাই জানিয়ে দিল সুপ্রিমকোর্ট।

এদিন সুপ্রিমকোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছে, আর্থিক ভাবে পিছিয়ে থাকা নাগরিকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা যাবে। ১০৩ তম সাংবিধান সংশোধনীও বৈধ বলে জানিয়ে দিলেন বিচারপতিরা। যদিও পাঁচ বিচারপতির মধ্যে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত সহ দু জন এই রায়ের সঙ্গে সহমত পোষণ করেননি। দেশের সর্বোচ্চ আদালতের এই ঐতিহাসিক নির্দেশের পরে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুযোগ পাবেন অর্থনৈতিক ভাবে অনগ্রসর নাগরিকরা।

Related Articles