Sambad Samakal

Victoria Memorial: ভয়াবহ দূষণের মাত্রা! কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল?

Nov 7, 2022 @ 1:10 pm
Victoria Memorial: ভয়াবহ দূষণের মাত্রা! কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল?

গোটা দেশের সঙ্গেই শহর কলকাতাতেও বাড়ছে বায়ু দূষণের মাত্রা। বিশেষ করে শীতকাল আসার আগেই ভোরবেলা ধোঁয়াশার চাদরে মুখ ঢাকছে তিলোত্তমা কলকাতার। আর তাতেই ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কলকাতার গর্ব ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই পরিস্থিতিতে শীতকালের ভোরবেলা ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে প্রাতঃভ্রমণ মোটেই নিরাপদ নয়, বলে মনে করছেন পরিবেশবিদরা।

এই প্রসঙ্গে পরিবেশ-প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন, “বিষাক্ত ধোঁয়া, ধূলিকণা-ধোঁয়াশার প্রভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা মার্বেলের ওপর হলুদ দাগ তৈরি হচ্ছে। ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি এই ঐতিহাসিক স্মৃতিসৌধ। শীতকালে ওই চত্বরে প্রাতঃভ্রমণ মোটেই নিরাপদ নয়।”

প্রসঙ্গত, এর আগে ‘নিরি’ কলকাতা হাইকোর্টে রিপোর্ট পাঠিয়ে জানিয়েছিল, ভয়াবহ বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। পরিবেশবিদদের দাবি, অবিলম্বে এই দূষণ রোধে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে অচিরেই বিলুপ্ত হতে পারে কলকাতার সিগনেচার ভিক্টোরিয়া।

Related Articles