Sambad Samakal

Air Pollution: দেশের মধ্যে সবথেকে দূষিত কোন শহর? প্রকাশিত তালিকা, কোন স্থানে তিলোত্তমা কলকাতা?

Nov 8, 2022 @ 4:58 pm
Air Pollution: দেশের মধ্যে সবথেকে দূষিত কোন শহর? প্রকাশিত তালিকা, কোন স্থানে তিলোত্তমা কলকাতা?

বায়ু দূষণের জেরে শীতকালের শুরুতেই কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দেশের রাজধানী দিল্লি। এর মধ্যেই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত হল, দেশের মধ্যে সবথেকে দূষিত শহরগুলির তালিকা। দেশের ১৬৩টি শহরের মধ্যে বিহারের কাটিহার দূষণের নিরিখে এই মুহূর্তে এক নম্বরে রয়েছে। ওই এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৬০। তারপরেই রয়েছে দিল্লি, যেখানে একিউআই ৩৫৪। দিল্লির পার্শ্ববর্তী নয়ডায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩২৮ ও গাজিয়াবাদে ৩০৪।

এছাড়াও বেগুসরাই, বল্লভগড়, গুড়গাঁও, ফরিদাবাদ, গোয়ালিয়র এই শহরগুলি দূষণে বেশ এগিয়ে। তবে দেশের নিরিখে তিলোত্তমা কলকাতার অবস্থান অনেকটাই স্বস্তিদায়ক। দূষিত শহরগুলির তালিকায় অনেক নিচে স্থান হয়েছে কলকাতার। এখানের গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সাধারণত ১৫০ থেকে ১৬০-এর মধ্যে ঘোরাফেরা করে।

Related Articles