Sambad Samakal

Mamata: রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

Nov 8, 2022 @ 5:15 pm
Mamata: রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

রাজ্যে ক্রমশ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে ডেঙ্গি সংক্রমণ। কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে সংক্রমণের সংখ্যা সবথেকে বেশি। এমনকী উত্তরবঙ্গেও ভয়াবহ রূপ ধারণ করেছে এই সংক্রমণ। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলায় জেলায় সরকারি আধিকারিকদের প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিলেন।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে যাওয়ার আগে নবান্নের কর্তাদের এই নির্দেশ দিয়ে গিয়েছেন। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ডেঙ্গি মোকাবিলায় জেলাগুলোকে সবরকমের সাহায্য করতে হবে। কীভাবে জেলায় জেলায় ডেঙ্গির মশা নিয়ন্ত্রণ, ডেঙ্গি পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা উন্নত করা যায়, তাই খতিয়ে দেখে সবরকমের ব্যবস্থা নেবেন সরকারি প্রতিনিধি দলের সদস্যরা।

মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই নবান্নে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ বৈঠক হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে।

Related Articles