Sambad Samakal

Meta Layoff: বছর শেষের আগেই ফেসবুক ছাটাই করবে ১১ হাজার কর্মী!

Nov 9, 2022 @ 8:54 pm
Meta Layoff: বছর শেষের আগেই ফেসবুক ছাটাই করবে ১১ হাজার কর্মী!

মন্দা অর্থনীতির দোহাই দিয়ে মেটা ১৩ শতাংশ কর্মী ছাটাই করতে চলেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সংস্থার পেরেন্ট বডি মেটা আজ ঘোষণা করেছে চলতি বছরেই তারা ১১ হাজার কর্মী ছাটাই করবে। মেটা’র ১৮ বছরের ইতিহাসে যা অভাবনীয়।

এলন মাস্ক টুইটার অধিগ্রহনের পর যেভাবে গণ ছাটাই করতে শুরু করেছিলেন সেই পথই অনুসরণ করল মার্ক জুকারবার্গের সংস্থা। কর্মীদের প্রতি খোলা চিঠিতে জুকারবার্গ জানিয়েছেন, “অনলাইন বাণিজ্যের ম্যাক্রোইকনমিক ডাউনটার্ন ও প্রতিযোগিতা বৃদ্ধির ফলে যথেষ্ট পরিমাণে রাজস্ব আদায় থেকে আমরা বঞ্চিত হয়েছি। আশা যা করেছিলাম তার থেকে অনেক কম আয় আমাদের সংস্থা করেছে। ফলে কঠিন সিদ্ধান্ত গ্রহন করতে হচ্ছে।” চলতি ট্রেন্ড দেখে মনে হচ্ছে তথ্যপ্রযুক্তির মন্দার দোলায় বিশ্ব জুড়ে আরও বহু মানুষ কর্মহীন হবেন।

Related Articles