Sambad Samakal

Anubrata Mondal: ভোট পরবর্তী হিংসা মামলায় ‘সুপ্রিম’ ধাক্কা অনুব্রতর

Nov 11, 2022 @ 1:14 pm
Anubrata Mondal: ভোট পরবর্তী হিংসা মামলায় ‘সুপ্রিম’ ধাক্কা অনুব্রতর

ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। সেই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে ‘রক্ষাকবচ’ পেয়েছিলেন অনুব্রত। আর সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিল সিবিআই। শুক্রবার ওই মামলার শুনানিতেই ‘সুপ্রিম’ ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল।

এদিন সুপ্রিমকোর্ট শুনানিতে জানিয়ে দেয়, যেহেতু অভিযুক্ত ব্যক্তি অনুব্রত মণ্ডল অন্য একটি মামলায় ইতিমধ্যেই জেলবন্দি রয়েছেন, তাই ওই রক্ষাকবচের কোনও গুরুত্ব নেই। ফলে কলকাতা হাইকোর্ট থেকে ভোট পরবর্তী হিংসা মামলায় যে রক্ষাকবচ অনুব্রত মণ্ডল পেয়েছিলেন, তা এদিন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। ফলে এখন চাইলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিতে পারে।

এরসঙ্গেই এদিন সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে, কলকাতা হাইকোর্টকে এই মামলায় অগ্রাধিকার দিয়ে দ্রুত শুনানি করতে হবে।

Related Articles