Sambad Samakal

Gyanvapi Case: জ্ঞানবাপী মসজিদ মামলায় কী রায় দিল সুপ্রিমকোর্ট?

Nov 11, 2022 @ 5:31 pm
Gyanvapi Case: জ্ঞানবাপী মসজিদ মামলায় কী রায় দিল সুপ্রিমকোর্ট?

বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কের জল গড়িয়েছে দেশের সুপ্রিমকোর্ট পর্যন্ত। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদের ভেতরে পাওয়া শিবলিঙ্গ চত্বর সিল করে রাখতে হবে। প্রসঙ্গত, গত মে মাসেই জ্ঞানবাপী মসজিদ মামলায় জেলা শাসককে বিতর্কিত শিবলিঙ্গ সিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট।

প্রসঙ্গত, বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ভেতরে শিবলিঙ্গ পাওয়া নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছিল গোটা দেশে। হিন্দু পক্ষের দাবি উড়িয়ে দিয়ে, মুসলিম পক্ষের বক্তব্য ছিল, ওটি আসলে একটি ফোয়ারা। সেই বিতর্কে হস্তক্ষেপ করে সুপ্রিমকোর্ট জানিয়ে দেয়, আপাতত মসজিদের ভেতরে ওই নির্দিষ্ট অংশটি সিল করা থাকবে। এই মুহূর্তে জ্ঞানবাপী মসজিদের মূল মামলাটির শুনানি হচ্ছে বারাণসীর জেলা আদালতে।

Related Articles