Sambad Samakal

Dilip Ghosh: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল দিলীপ ঘোষের! কী দাবি সিবিআইয়ের?

Nov 12, 2022 @ 11:24 am
Dilip Ghosh: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল দিলীপ ঘোষের! কী দাবি সিবিআইয়ের?

শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ মিডলম্যান প্রসন্ন রায়। এবার ধৃত সেই প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার হল বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের জমির দলিল! এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আদালতে সিবিআইয়ের দেওয়া সিজার লিস্টে।

জানা যাচ্ছে, ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে যে দলিল উদ্ধার হয়েছে, সেখানে নাম রয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের। সূত্রের খবর, ২০২২ সালের এপ্রিল মাসে জনৈক শৌভিক মজুমদারের কাছ থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় ওই জমিটি কেনা হয়।

এপ্রসঙ্গে দিলীপ ঘোষ দাবি করেছেন, ওই দলিলটি তিনি প্রসন্ন রায়কে দিয়েছিলেন বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত কাজ করানোর জন্য। কারণ তাঁরা একই আবাসনে থাকতেন। দিলীপের আরও দাবি, তিনি যদি জানতেন যে প্রসন্ন রায় দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে কখনওই তিনি দলিল দিতেননা। যদিও দিলীপ ঘোষের এই সাফাইয়ের পরেও জল্পনা চলছেই রাজ্যের রাজনৈতিক মহলে।

Related Articles