Sambad Samakal

Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

Nov 12, 2022 @ 9:00 am
Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

মেষ: স্ত্রীকে নিয়ে সংশয় থাকবে। আজ কোনও কারণে মন উদাস থাকতে পারে।

বৃষ: গুরুজনের কথা না শোনায় সঙ্কটে পড়তে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহ বাড়তে পারে।

মিথুন: গুরুজনের কথা না শোনায় সঙ্কটে পড়তে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহ বাড়তে পারে।

কর্কট: শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়বে। কোনও কাজে মানসিক শান্তি পেতে পারেন।

সিংহ: প্রেমে অভিমান বাড়তে পারে। কোথাও বেড়াতে গিয়ে কষ্ট বাড়তে পারে।

কন্যা: সংসারের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে।

তুলা: মা–বাবার সঙ্গে বিরোধ। বুদ্ধির জোরে শত্রুকে হারাতে সক্ষম হবেন।

বৃশ্চিক: খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি। প্রাপ্তি যোগ।

ধনু: যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন।

মকর: কারও বিশ্বাসভঙ্গের কারণ হতে পারেন। জলপথে ভ্রমণের সম্ভাবনা।

কুম্ভ: প্রিয় জনের ব্যবহারে মানসিক কষ্ট বাড়বে। ব্যবসায় বাড়তি লাভ।

মীন: বুদ্ধি স্থির রেখে কাজ করুন। একটু সংযমী হওয়া দরকার।

Related Articles