পুরভোটের টিকিট মেলেনি। কাজ হয়নি মুখের কথাতেও। তাই বিক্ষোভের অভিনব কৌশল বেছে নিলেন দিল্লির আপ (আম আদমি পার্টি) নেতা। পুরভোটে টিকিট না পেয়ে টাওয়ারের মাথায় উঠে পড়লেন আপের প্রাক্তন এই কাউন্সিলর। অবশেষে মই এনে তাঁকে নিচে নামাল পুলিশ। যাঁকে ঘিরে এত কাণ্ড, সেই আপ নেতার নাম হসিব আল হাসান। ঘটনা ঘিরে রবিবার হুলুস্থুল দিল্লিতে।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>