Sambad Samakal

Mamata: ১০ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার জন্য ১০ হাজার করে অর্থ প্রদান মুখ্যমন্ত্রীর

Nov 14, 2022 @ 12:41 pm
Mamata: ১০ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার জন্য ১০ হাজার করে অর্থ প্রদান মুখ্যমন্ত্রীর

সোমবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে রাজ্যের ১০ লক্ষ উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াকে ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য ১০ হাজার করে অর্থ প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে বেশ কয়েক জন পড়ুয়ার হাতে অর্থের চেক তুলে দেন মমতা। উপস্থিত ছিলেন রাজ্যর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী জানান, আগামীকালের মধ্যে সমস্ত পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই অর্থ পৌঁছে যাবে।

এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “কোভিডের সময়ে পড়ুয়াদের পড়াশোনার স্বার্থে এই প্রকল্প রাজ্য সরকার শুরু করেছিল। তারপর থেকে প্রতিবছর ট্যাব বা মোবাইল কেনার জন্য এই টাকা দেওয়া হয়। এর আগে আমরা ১৭ লক্ষ পড়ুয়াকে এই টাকা দিয়েছি। আজ আরও ১০ লক্ষকে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের জন্য মোট ২ হাজার ৭০০ কোটি খরচ হচ্ছে রাজ্য সরকারের। রাজ্যে নতুন ৬ টা মেডিক্যাল কলেজ তৈরি হচ্ছে, যেখানে প্রায় ৬০০ সিট বাড়বে পড়ুয়াদের জন্য। এখনও পর্যন্ত ৮০ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পে অর্থ সাহায্য করা হচ্ছে পড়াশোনা করার জন্য।”

Related Articles