Sambad Samakal

Electrification: চার বার বিদ্যুৎস্পৃষ্ট একই ব্যক্তি! রেহাই নেই মৃত্যুর পরেও!

Nov 15, 2022 @ 8:58 am
Electrification: চার বার বিদ্যুৎস্পৃষ্ট একই ব্যক্তি! রেহাই নেই মৃত্যুর পরেও!

আস্ত মহীরুহকে চোখের নিমেষে ভস্মীভূত করে দিতে পারে বজ্রপাত। আর এই বজ্রপাতে জীবন্ত প্রাণীর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। একটি পরিসংখ্যান অনুযায়ী, ১৩ হাজার বারের মধ্যে মাত্র ১ বার মানুষ বা জীবিত কোনও প্রাণী বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে একই ব্যক্তি চার বার বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন! এই নজিরও রয়েছে পৃথিবীতে। ওয়াল্টার সামারফোর্ড নামের ওই ব্যক্তি ১৯১৮ সালে প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হন।

এই ঘটনায় দেহের নিচের অংশ পঙ্গু হলেও, প্রাণে বেঁচে যান তিনি। এরপরে ১৯২৪ সালে মাছ ধরতে গিয়ে ফের বজ্রাঘাতের শিকার হন তিনি। দেহের ডানদিক অসাড় হয়ে যায়। ১৯৩০ সালে বনভ্রমণে গিয়ে আবার বিদ্যুৎস্পৃষ্ট হন ওয়াল্টার সামারফোর্ড। দু’বছর শয্যাশায়ী থাকার পরে ১৯৩২ সালে মৃত্যু হয় তাঁর। এরপরেও সামারফোর্ডের সঙ্গ ছাড়েনি বজ্রপাত। ১৯৩৬ সালে তাঁর সমাধিক্ষেত্রের ওপরে নেমে আসে বজ্রাঘাত। কার্যত ছাই করে দেয়, দেহাবশেষকেও।

Related Articles