Sambad Samakal

Joka Metro: জোকা-তারাতলা মেট্রোয় ফিরতে চলেছে কাগজের টিকিট! কী ভাবনা মেট্রোর?

Nov 15, 2022 @ 9:57 am
Joka Metro: জোকা-তারাতলা মেট্রোয় ফিরতে চলেছে কাগজের টিকিট! কী ভাবনা মেট্রোর?

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যেই পরিষেবা শুরু হতে চলেছে জোকা-তারাতলা মেট্রোরেলে। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শক করেছেন। দিন কয়েকের মধ্যেই তাঁর প্রকাশিত রিপোর্টে ছাড়পত্র পেলে পরিষেবা শুরু হয়ে যাবে। তবে এই রুটে নতুন টোকেনের বদলে ফিরতে চলেছে কাগজের টিকিট। মেট্রোরেল সূত্রে খবর, জোকা-তারাতলা রুটের জন্য স্মার্টগেট এখনও আসেনি। ফলে পরিষেবা শুরু করার জন্য পুরোনো কাগজের টিকিট ব্যবহার করা হতে পারে।

অন্যদিকে, জোকা-তারাতলার মধ্যে সাড়ে ৬ কিলোমিটার রুটে স্বয়ংক্রিয় সিগনালিংয়ের কাজও শেষ করা সম্ভব হয়নি। ফলে আপাতত একটি করে ট্রেন টার্মিনাল স্টেশনে পৌঁছনোর পরেই, অন্য ট্রেনটি ছাড়া হবে। ফলে দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কিছুটা বেশি থাকবে অন্যান্য রুটের তুলনায়।

Related Articles