Sambad Samakal

Mamata: ঝাড়গ্রামে আদিবাসীদের মাঝে মুখ্যমন্ত্রী, মমতাকে কাছে পেয়ে কী জানালেন গ্রামবাসীরা?

Nov 15, 2022 @ 6:28 pm
Mamata: ঝাড়গ্রামে আদিবাসীদের মাঝে মুখ্যমন্ত্রী, মমতাকে কাছে পেয়ে কী জানালেন গ্রামবাসীরা?

মঙ্গলবার বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে ফেরার পথেই বেলপাহাড়ি ও শিলদায় আদিবাসীদের মাঝে মিশে গেলেন মমতা। এদিন মোট তিনবার গাড়ি থেকে নামেন তিনি। সরাসরি পৌঁছে যান আদিবাসীদের গ্রামে।

রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে কার্যত নিজেদের যন্ত্রণার কথা উগড়ে দেন আদিবাসীরা। সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ার কথাও মমতাকে জানান বাসিন্দারা। পাল্টা আদিবাসীদের কাছে পেয়ে রাজ্যের প্রকল্পগুলির সুবিধা আদৌ পরিবারগুলি পাচ্ছে কি না, তা খতিয়ে দেখেন মমতা।

গ্রামের বাড়ির বারান্দায় একটি শিশুকে কোলে নিয়ে বসেছিলেন কয়েকজন আদিবাসী মহিলা। মমতা পৌঁছেই সেই শিশুকে কোলে তুলে নেন। কথা বলেন মহিলাদের সঙ্গে। আশ্বাস দেন, ২০২৪ সালের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবে সরকার। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদিবাসী গ্রামে এই জন-সংযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles