Sambad Samakal

Naneghat: নানেঘাটে উল্টো জলপ্রপাতের রহস্য কী, জানেন?

Nov 15, 2022 @ 8:52 am
Naneghat: নানেঘাটে উল্টো জলপ্রপাতের রহস্য কী, জানেন?

সবুজ পাহাড়র গা বেয়ে নেমে আসছে খরস্রোতা ঝোড়া। তবে অবাক করার বিষয় হল, গতিপথ ফুরিয়ে যাওয়ার পরেও জলপ্রপাত হয়ে তা ঝড়ে পড়ছেনা পাহাড়ি খাদে। প্রকৃতির সমস্ত নিয়মকে নস্যাৎ করে সেই জলধারা উঠে যাচ্ছে শূন্যে। আকাশের দিকে। এই অপার্থিব দৃশ্যের দেখা মেলে মহারাষ্ট্রের পুনেতে। নানেঘাটের উল্টোমুখী জলপ্রপাত নামেই পরিচিত সেটি।

পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিমপ্রান্তে অবস্থিত নানেঘাট। সেই জলপ্রপাতের সামনে কোনও বাধা না থাকায়, হাওয়া সরাসরি আঘাত করে এই জলপ্রপাতে। ফলে পর্বতের নিচের অংশে বায়ুর চাপ ওপরের তুলনায় বেড়ে যায় অনেকটাই। এই ঘটনাই উল্টোমুখী জলপ্রপাত তৈরির অন্যতম কারণ।

Related Articles