Sambad Samakal

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের নিয়মে বদল! কী জানাল নবান্ন?

Nov 19, 2022 @ 5:42 pm
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের নিয়মে বদল! কী জানাল নবান্ন?

বর্তমানে মহিলাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এর মাধ্যমে জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসিক ৫০০ টাকা ও তপশিলি জাতি-উপজাতির মহিলারা ১ হাজার টাকা করে পেয়ে থাকেন। তবে এই প্রকল্পে আবেদন করার জন্য আবশ্যিক ছিল আধার কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড। আর সেই নিয়মেই বড়সড় বদল আনল নবান্ন।

রাজ্যের মুখ্যসচিব সমস্ত জেলা শাসকদের এক নির্দেশিকায় জানিয়েছেন, এখন থেকে আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য বাধ্যতামূলক থাকছেনা। এই দু’টি নথি না থাকলেও, কোনও মহিলাকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবেনা।

প্রসঙ্গত বহুক্ষেত্রেই দেখা যায়, সরকারি কোনও প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন নথির অপ্রতুলতা বঞ্চনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এবার সেই পরিস্থিতি স্বাভাবিক করে সরকারি প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই নবান্নের এই বিশেষ উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles