Sambad Samakal

Football WorldCup: বিশ্বকাপ শুরুর আগেই অঘটন! চোট পেয়ে ছিটকে গেলেন ফরাসি তারকা ফুটবলার

Nov 20, 2022 @ 10:05 am
Football WorldCup: বিশ্বকাপ শুরুর আগেই অঘটন! চোট পেয়ে ছিটকে গেলেন ফরাসি তারকা ফুটবলার

রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের মহারণ। আর তার আগেই ফের অঘটন! অনুশীলনের সময়ে পায়ে চোট পেয়ে বিশ্বকাপের মাঠ থেকে ছিটকে গেলেন ফরাসি ফুটবল তারকা করিম বেঞ্জেমা। জানা গিয়েছে, পায়ের পেশীতে গুরুতর চোট পাওয়ায়, আপাতত ফুটবল মাঠে নামতে পারবেননা তিনি।

প্রসঙ্গত, চলতি বছরেই ব্যালন’ডি’ওর খেতাবে ভূষিত হয়েছিলেন করিম বেঞ্জেমা। ফ্রান্সের ফুটল দলে তাঁর স্থান ছিল একপ্রকার অপরিহার্য। আর সেই ফুটবলারই বিশ্বকাপের আগে চোট পেয়ে মাঠের বাইরে আলে যেতে বাধ্য হলেন। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বেঞ্জেমার এই চোট ফ্রান্সের ফুটবল দলকে বিশ্বকাপের মাঠে যথেষ্ট বেগ দিতে পারে।

Related Articles