Sambad Samakal

Sarada: সারদা কাণ্ডে প্রাক্তন পুলিশকর্তার ২৭.৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত

Nov 20, 2022 @ 3:52 pm
Sarada: সারদা কাণ্ডে প্রাক্তন পুলিশকর্তার ২৭.৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত

সারদাকাণ্ডে এবার প্রাক্তন প্রাক্তন পুলিশকর্তার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি। দু’টি অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ২৭.৫ লক্ষ টাকা। প্রাক্তন ওই পুলিশকর্তার নাম রজত মজুমদার। মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত রজত মজুমদার সারদার ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ইডি সূত্রে খবর, সারদা থেকে ১.২ কোটি টাকা পেয়েছিলেন রজত। তার মধ্যে এই টাকা অ্যাকাউন্টে ছিল। এবার বাকি অভিযুক্তদের টাকাও বাজেয়াপ্ত করার পথে এগোচ্ছে ইডি। সূত্রের খবর, ইডির নজরে একাধিক প্রভাবশালী রয়েছেন।

সারদা কাণ্ডে ২০১৪ সালে গ্রেফতার হন আইপিএস রজত মজুমদার। কয়েকমাস পর, ২০১৫ সালে তিনি জামিন পান। ২০০৮ সালে আর্মড পুলিশের ডিজি পদ থেকে ইস্তফা দিয়ে সারদা গোষ্ঠীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করা শুরু করেন। ২০১০ সালে সারদা-কর্তা সুদীপ্ত সেন ও শান্তনু ঘোষের কাছ থেকে একটি সংবাদের চ্যানেলও তিনি কিনে নিয়েছিলেন বলে অভিযোগ।

Related Articles