Sambad Samakal

Oldest School Student: ৯৯ বছরেও নিয়মিত যেতেন স্কুলে, মৃত্যু বিশ্বের প্রবীণতম প্রাথমিক স্কুল পড়ুয়ার

Nov 20, 2022 @ 11:24 am
Oldest School Student: ৯৯ বছরেও নিয়মিত যেতেন স্কুলে, মৃত্যু বিশ্বের প্রবীণতম প্রাথমিক স্কুল পড়ুয়ার

মৃত্যু হল বিশ্বের প্রবীণতম প্রাথমিক স্কুল পড়ুয়ার। কেনিয়ায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রিসকিলা সিটিয়েনেই। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। এই বয়সেও নিয়মিত স্কুলে গিয়ে পঠনপাঠনে অংশ নিতেন প্রিসকিলা সিটিয়েনেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি সপ্তাহের বুধবার শেষবারের মতো স্কুলে ক্লাস করেছিলেন প্রিসকিলা। তারপর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছে কেনিয়ার সরকার। শোকবার্তা পাঠানো হয়েছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও।

Related Articles