Sambad Samakal

Kolkata HC: জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভাঙতে হবে তৃণমূলের অফিস, আর কী নির্দেশ হাইকোর্টের?

Nov 21, 2022 @ 5:23 pm
Kolkata HC: জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভাঙতে হবে তৃণমূলের অফিস, আর কী নির্দেশ হাইকোর্টের?

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ ভবন ভেঙে তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের অফিস তৈরি নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলায় তৃণমূলের অফিস ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরসঙ্গেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নির্দেশ, ওই নির্মাণ ভাঙার পড়ে ভবনের অংশটিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।

এদিন কলকাতা হাইকোর্ট ওই অবৈধ নির্মাণ ভাঙার জন্য কলকাতা পুরসভাকে ৩ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে। রাজ্যের হেরিটেজ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই নির্মাণের কোন অংশ হেরিটেজ ভবন ধ্বংস করে তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখে চিহ্নিত করতে হবে। পরবর্তী শুনানিতে মামলার নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related Articles