Sambad Samakal

Mamata: জেলা হাসপাতালের ‘রেফার রোগে’ বিরক্ত মুখ্যমন্ত্রী, কী নির্দেশ দিলেন আধিকারিকদের?

Nov 21, 2022 @ 7:28 pm
Mamata: জেলা হাসপাতালের ‘রেফার রোগে’ বিরক্ত মুখ্যমন্ত্রী, কী নির্দেশ দিলেন আধিকারিকদের?

জেলার হাসপাতালের ‘রেফার রোগ’ নিয়ে বিরক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘর থেকে এই ‘রেফার রোগ’ রুখতে আধিকারিকদের কড়া নির্দেশ দিলেন তিনি। এদিন মমতা বলেন, “জেলার হাসপাতালগুলো থেকে প্রসুতিদের কলকাতায় রেফার করা হচ্ছে। যাঁদের জরুরি চিকিৎসার প্রয়োজন, তাঁরা ২/৩ ঘণ্টার ধকল সহ্য করতে না পেরে মারা যাচ্ছে। এর দায়’তো কাউকে নিতে হবে। যে হাসপাতাল রেফার করছে, তাদেরই দায়িত্ব নিতে হবে।”

এরপরেই রাজ্যর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “তুমি খুব নরম মানুষ। কিছু কিছু বিষয়ে একটু টাফ হতে হবে। একটু সারপ্রাইজ ভিজিট করো না, একটু ফেয়ার প্রাইজ শপে গেলে, সাধারণ মানুষের লাইনে দাঁড়ালে, তাহলেই’তো সমস্যা বুঝতে পারবে।”

প্রত্যুত্তরে স্বাস্থ্য সচিব জানান, “রাজ্যে রোগী রেফারের সংখ্যা ৮ শতাংশ থেকে কমে ৪ শতাংশে নেমেছে। আগামী দিনে এই সংখ্যাও কমিয়ে আনার জন্য সমস্ত চেষ্টা করা হবে।”

Related Articles