Sambad Samakal

Anubrata Mondol: অনুব্রতর গাড়িতে লালবাতি কেন? রাজ্যকে জবাব তলব হাইকোর্টের

Nov 22, 2022 @ 5:25 pm
Anubrata Mondol: অনুব্রতর গাড়িতে লালবাতি কেন? রাজ্যকে জবাব তলব হাইকোর্টের

অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি মামলায় এবার রাজ্যের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্যকে আদালতের প্রশ্ন, এই সব লাল-নীল বাতি লাগানো গাড়ি কি বৈধ? আগামী সোমবারের মধ্যে রাজ্যকে আদালতে এই প্রশ্নের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

বিশেষ রাজনৈতিক দলের একটি জেলার সভাপতি হয়ে অনুব্রত মণ্ডল কীভাবে নিজের গাড়িতে লালবাতির ব্যবহার করেন, সেই প্রশ্ন তুলে চলতি বছরের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু করেছিলেন এক আইনজীবী। তিনি প্রশ্ন তুলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নিজের গাড়িতে লাল বা নীলবাতির ব্যবহার করেন না, এমনকী, কোনও মন্ত্রীও এ ধরনের গাড়ি চড়েন না, সেখানে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত সেই অনুমতি পান কী করে? মামলায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, অনুব্রত লালবাতি দেওয়া গাড়ি ব্যবহার করছেন জেনেও কেন প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার সেই সব অভিযোগের জের টেনেই রাজ্যের কাছে আদালত জানতে চেয়েছে, ‘‘রাজ্যের বিভিন্ন জায়গায় গাড়িতে যে লালবাতি, নীলবাতির ব্যবহার চোখে পড়ে, সব কি বৈধ? রাজ্য জুড়ে লালবাতি নীলবাতি লাগানো গাড়ির ব্যবহার কেন হচ্ছে?’’

Related Articles