Sambad Samakal

Cancer: স্যানিটারি প্যাড থেকে ছড়াচ্ছে ক্যান্সার?

Nov 22, 2022 @ 8:44 pm
Cancer: স্যানিটারি প্যাড থেকে ছড়াচ্ছে ক্যান্সার?

ঋতুস্রাবে ব্যবহৃত স্যানিটারি প্যাড থেকে ছড়াচ্ছে ক্যান্সার? সাম্প্রতিক গবেষণায় সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ভারতে বিক্রিত প্রায় সব ধরনের প্যাডেই ক্যানসার ছড়ানোর বিভিন্ন যৌগের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে গবেষণায় দাবি।

গবেষণা দলের অন্যতম সদস্য ডা. অমিত জানান, স্যানিটারি প্যাডে কারসিনোজেনাস, টক্সিক কেমিক্যাল, রিপ্রোডাক্টিভ টক্সিন, এন্ড্রক্রনিক ডিসরাপটরস, টক্সিন, এলার্জেনস সহ বেশ কিছু ক্ষতিকারক রাসায়নিকের সন্ধান মিলেছে যেগুলি ক্যান্সার কারক হতে পারে। একই সঙ্গে এই সমস্ত মারাত্মক যৌগ বন্ধ্যাত্বেরও কারণ হতে পারে।

স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা পরিচালিত এই সমীক্ষা থেকে জানা গিয়েছে যে, ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণীদের প্রায় ৬৪ শতাংশই প্রতি মাসেই অন্ততপক্ষে পাঁচ দিন স্যানিটারি প্যাড ব্যবহার করেন। সমাজের উচ্চ স্তরের মহিলাদের মধ্যে এই পরিসংখ্যান আরও বেশি। ভারতে প্রতি ৪ জন মহিলার মধ্যে ৩ জনই স্যানিটারি প্যাড ব্যবহার করেন। ফলে গবেষণার এই ফল যথেষ্ট চিন্তার বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related Articles