Sambad Samakal

Football WorldCup: বিশ্বের কোন দুই মহাদেশের হাতে রয়েছে সমস্ত বিশ্বকাপ, জানেন?

Nov 22, 2022 @ 4:26 pm
Football WorldCup: বিশ্বের কোন দুই মহাদেশের হাতে রয়েছে সমস্ত বিশ্বকাপ, জানেন?

১৯৩০ সালে প্রথমবারের জন্য আয়োজিত হয়েছিল ফুটবল বিশ্বকাপ। আয়োজক উরুগুয়েই প্রথমবার নিজেদের পকেটে পুরেছিল বিশ্বকাপের ট্রফি। দ্বিতীয় বিশ্বকাপের ট্রফিও গিয়েছিল ইতালিতে। তারপর কেটে গিয়েছে ৮৮টা বছর। জনপ্রিয়তার সঙ্গে অংশগ্রহণকারী দেশের সংখ্যাও বেড়েছে। তবে মজার বিষয় হল, ইউরোপ ও লাতিন আমেরিকা ছাড়া অন্য কোনও মহাদেশের রাষ্ট্র আজ পর্যন্ত ঘরে নিয়ে যেতে পারেনি বিশ্বকাপের ট্রফি।

জেতা’তো দূরের কথা, এখনও পর্যন্ত বিশ্বকাপ ফাইনালের মঞ্চেও খেলতে পারেনি এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশের কোনও রাষ্ট্রের দল। এমনকী বিশ দশকের শুরুর সময় পর্যন্তও আয়োজক দেশের তালিকায় ছিলনা এই সমস্ত মহাদেশের কোনও রাষ্ট্রের নাম। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও ২০১০ সালে জাপান ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায়।

Related Articles