বুধবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার একদিন আগেই, মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছলেন তিনি। এদিন সকালে কলকাতা বিমান বন্দরে তাঁকে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন মুখ্যসচিব এবং ডিজিপি। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টায় অবতরণ করে সিভি আনন্দ বোসের বিমান।পাঁচ দিন আগেই, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে বাংলার নতুন স্থায়ী রাজ্যপাল হিসাবে তাঁর নাম প্রকাশ করা হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ সাক্ষরিত সেই চিঠিতে স্পষ্ট লেখা ছিল, ‘‘সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেই দিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে।’’ সূত্রের খবর, বুধবারই বাংলার নতুন এবং স্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নেবেন আনন্দ। তাঁকে শপথ বাক্য পাঠ করানোর কথা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>