হুমকি দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে? মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের দাবি, সোমবার রাতে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে হুমকি দেওয়া একটি বার্তা আসে। হোয়াটসঅ্যাপে ওই বার্তায় একটি অডিয়ো ক্লিপও ছিল। যদিও কে বা কারা এই বার্তাটি পাঠিয়েছেন, তা জানা যায়নি। ওই হোয়াটসঅ্যাপ নম্বরের ইউজার আইডি খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে আসা ওই হুমকি-বার্তাটি ভুয়ো কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>