Sambad Samakal

Anubrata: লটারি জেতেননি অনুব্রত, কেনা হয়েছিল ৮৩ লক্ষ টাকায়! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Nov 24, 2022 @ 12:54 pm
Anubrata: লটারি জেতেননি অনুব্রত, কেনা হয়েছিল ৮৩ লক্ষ টাকায়! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকা লটারি জেতা সংক্রান্ত তদন্তে চাঞ্চল্যকর মোড়! বৃহস্পতিবার সকালে বোলপুরের বড় শিমুলিয়া গ্রামে হানা দেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এরপরে বোলপুরে সিবিআই ক্যাম্প অফিসে উপস্থিত হন শেখ নূর আলি নামের এক ব্যক্তি। তাঁর বাবা পটাই শেখের দাবি, ৭ ডিসেম্বর ওই লটারি জিতেছিলেন শেখ নূর আলি। এরপরে কিছু ব্যক্তি ভয় দেখিয়ে সেই লটারির টিকিট হাতিয়ে নেয়। ভয়ে দীর্ঘদিন গ্রাম ছাড়া ছিলেন তাঁরা, এমনকী প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি পটাই শেখের।

অন্যদিকে, শেখ নূর আলির দেওয়া তথ্য অনুযায়ী, সিবিআই অফিসে ডেকে পাঠানো হয় গাঙ্গুলি লটারির মালিক বাপী গাঙ্গুলিকে। সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, অনুব্রত মণ্ডল ৮৩ লক্ষ টাকায় ওই লটারির টিকিটটি কিনে নেন। অনুব্রত ঘনিষ্ঠ বিশ্বজ্যোতি ব্যানার্জী এই বিষয়ে মধ্যস্থতা করেছিলেন। গাঙ্গুলি লটারির মালিককে ডেকে পরীক্ষা করানো হয়েছিল লটারির টিকিটটি।

এরসঙ্গেই সিবিআই সূত্রে খবর, লটারির টিকিট হাতিয়ে নেওয়ার ঘটনায় বড় শিমুলিয়া গ্রামের এক পঞ্চায়েত সদস্য ভজার নাম উঠে এসেছে। তাঁকে ডেকেও জিজ্ঞাসাবাদ করবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। সিবিআইয়ের দাবি, গরু পাচারের কালো টাকা সাদা করতেই লটারির টিকিটকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল।

Related Articles