Sambad Samakal

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের ‘লটারি রহস্য’ সমাধানে বোলপুরের গ্রামে সিবিআই

Nov 24, 2022 @ 11:18 am
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের ‘লটারি রহস্য’ সমাধানে বোলপুরের গ্রামে সিবিআই

গরু পাচার মামলায় জেলবন্দি রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তাঁর ‘লটারি রহস্য’ ভেদে ফের সক্রিয় হল সিবিআই। অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারি আসলে কে পেয়েছিলেন, সেই ব্যক্তির খোঁজেই বৃহস্পতিবার সকালে বোলপুরের বড় শিমুলিয়া গ্রামে তল্লাশি অভিযান চালাল সিবিআই।

যে লটারির দোকান থেকে কাটা টিকিটের ভিত্তিতে অনুব্রত মণ্ডল ১ কোটি টাকা জিতেছিলেন, সেই দোকানের মালিক সিবিআইকে ভিন্ন তথ্য দিয়েছিলেন। সিবিআই সূত্রে দাবি, ওই লটারি বিক্রেতা জানিয়েছিলেন, তিনি অনুব্রত মণ্ডলকে কোনও টিকিট বিক্রি করেননি। তাহলে কীভাবে ১ কোটি টাকা লটারিতে জিতলেন অনুব্রত? কীভাবে তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে লটারির লক্ষ লক্ষ টাকা পৌঁছল, সেই তথ্যই খুঁজে বের করতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।

Related Articles