Sambad Samakal

Mithun Chakrabarti: পঞ্চায়েতে মিঠুনের মহাজোটের প্রস্তাব কেন মুহূর্তে খারিজ সুকান্তর?

Nov 26, 2022 @ 6:07 pm
Mithun Chakrabarti: পঞ্চায়েতে মিঠুনের মহাজোটের প্রস্তাব কেন মুহূর্তে খারিজ সুকান্তর?

পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মাঠে নেমেছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে শনিবার আসানসোল থেকে ‘মহাজোট’ গঠনের ডাক দিলেন মিঠুন। আর মুহূর্তেই সেই প্রস্তাব খারিজ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি!

এদিন মিঠুন বলেন, “তৃণমূল যখন সরকারে এসেছিল, তখন সবাই সিপিএমকে হারাতে একজোট হয়েছিল। কংগ্রেস, তৃণমূল, এমনকি অস্বীকার করে লাভ নেই যে বিজেপিও সমর্থন দিয়েছিল। এখন তৃণমূলকে হারাতে গেলে, সবার একসঙ্গে আসা উচিত। মতাদর্শ আলাদা হতে পারে, তবে আমাদের সবাইকে অবশ্যই একজোট হতে হবে।”

যদিও মিঠুনের এই ‘মহাজোট’-এর বার্তাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় রাজ্য বিজেপি। সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, তৃণমূলের বিরুদ্ধে জেলায় জেলায় বিজেপির কর্মীবাহিনী তৈরি রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে যোগ্য জবাব দেওয়া হবে। বিজেপি একাই তৃণমূলকে মোকাবিলা করতে যথেষ্ট।

Related Articles