Sambad Samakal

ICMR: ভাইরাল জ্বরে আর নয় অ্যান্টি-বায়োটিক! কী নির্দেশ আইসিএমআর-এর?

Nov 27, 2022 @ 6:19 pm
ICMR: ভাইরাল জ্বরে আর নয় অ্যান্টি-বায়োটিক! কী নির্দেশ আইসিএমআর-এর?

ভারত সহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে মাত্রাতিরিক্ত অ্যান্টি-বায়োটিক ওষুধ প্রয়োগ নিয়ে আগেই সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার কোনও রোগীকে অ্যান্টি-বায়োটিক প্রয়োগ নিয়ে নয়া নির্দেশিকা জারি করল আইসিএমআর। জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ভাবেই খাওয়া যাবেনা অ্যান্টি-বায়োটিক। সামান্য ভাইরাল জ্বর হলে অ্যান্টি-বায়োটিকের প্রয়োগ করা চলবেনা।

আইসিএমআর-এর বিজ্ঞানীরা জানাচ্ছেন, অতিরিক্ত অ্যান্টি-বায়োটিক প্রয়োগের ফলে শরীরের ভালো এনজাইমগুলির ক্ষতি হয়। শরীর ড্রাগ রেজিস্টেন্ট হয়ে যায়। ৮ দিন জ্বর থাকলে, হাসপাতালে ভর্তি হতে হলে, অ্যান্টি-বায়োটিকের প্রয়োগ করা যেতে পারে। তবে নিয়ম অনুযায়ী ওষুধের কোর্স সম্পূর্ণ করতে হবে।

Related Articles