Sambad Samakal

ED: কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে হাজিরা তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের

Dec 1, 2022 @ 12:16 pm
ED: কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে হাজিরা তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের

কয়লা পাচার কাণ্ডে জোরকদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার এই মামলায় দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি ও তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁকে জেরা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা।

ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ডায়েরিতে বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছিল। অভিযোগ, সেই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া যেত বেআইনি টাকা। আর সেই সূত্র ধরেই পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে জেরা শুরু করল ইডি।

Related Articles