নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে নামই নেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আলিপুর আদালতে এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। শুধু তাই নয়, চার্জশিটে নাম রয়েছে তিন বরখাস্ত শিক্ষকের। তাঁরা হলেন জুঁই দাস, আজাদ আলি মির্জা এবং ইমাম মোমিন। শিক্ষাকর্তা থেকে সরকারি অফিসারদের সঙ্গে এক বন্ধনীতে রাখা হয়েছে ওই তিন বরখাস্ত শিক্ষকের নামও। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে চার্জশিটে তাঁদের নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>